ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা ও বাথানগাছি গ্রামের মাঠে দূবৃত্তরা রাতের আধারে ১৪ বিঘা জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে দিয়েছে। ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা। এই ঘটনায় স্থানীয় থানায় জিডি হয়েছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতের আধারে কে বা কারা উপজেলার শংকরহুদা ও বাথানগাছি গ্রামের মাঠে ১১ জন কৃষকের ১৪ বিঘা জমির প্রায় সহস্রাধিক ফলদ ও বনজ গাছ কেটে দিয়েছে। কেটে দেওয়া গাছের মধ্যে রয়েছে আম, জাম , লিচু, সেগুন, কড়াই সহ বিভিন্ন প্রজাতির গাছ। এসব গাছ গত ২ থেকে ৩ বছর আগে লাগান হয়েছিল।
ক্ষতিগ্রস্থরা হচ্ছে, ইকবাল হোসেন, সবুজ, তরকিুল ইসলাম, খোকন, জামির হোসেন, লাল্টু বিশ্বাস, শুকুর বিশ্বাস, আব্দুল আজিজ, আলি কদর, মোফাজ্জেল, আবু বকর। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়।
ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ