ঝিনাইদহের বারবাজারের ফুলবাড়ি গ্রামে রোববার রাতে জনি মিয়া (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে কেন এ হত্যা কান্ড তা এখনও জানা যায়নি।
পেশায় ট্রাকটর চালক জনি মিয়া কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে।
কালীগঞ্জের বারবাজার হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, রোববার রাত ৮টার দিকে জনিকে মোবাইলফোনে ডেকে নিয়ে যায় । এরপর সে আর বাড়ি ফেরেনি।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে জনির গলাকাটা লাশ ফুলবাড়ি গ্রামের হাসিরবাগ কলাবাগান মাঠে পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে জনির লাশ, ১টি ধারালো ছুরি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে ।
একটি সুত্র জানিয়েছে, জনির সঙ্গে পাশ্ববর্তী গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ কামরুজ্জামান জানান, সন্দেহ করা হচ্ছে প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হতে পারে। তদনত্ম শেষ হলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদ