শাহারিয়ার রহমান, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জের আগমুন্দিয়া নামক স’ানে চলন- ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে অজ্ঞাতনামা (১৮) এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।

রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেনের নিচে নিজেই মাথা দিয়ে আত্মহত্যা করে সে। এ সময় তার পরনে গোলাপী রঙের পাঞ্জাবী, সাদা পায়জামা,মাথায় টুপি ও গায়ে মকমালের জ্যাকেট রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছাত্র আত্মহত্যার আগে এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় তার ঘোরাফেরার কথা জিজ্ঞাসা করা হলে কারো কারো কাছে নিজের পরিচয় না দিলেও  সে জানিয়েছে তার বাড়ি কোটচাদপুর উপজেলার রাঙিয়ারপোতা গ্রামে এবং সে যশোরের একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার ফজলুল হক জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী মহানন্দা ট্রেনটি বিকেল সাড়ে ৩ টায় স্টেশন ছেড়ে যায়। এর প্রায় ১ ঘন্টা পর তিনি খবর পান মোবারকগঞ্জ ও বারোবাজার রেল স্টেশনের ৮১ কিলোমিটার নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ যুবক মারা গেছে। এর পর তিনি বিষয়টি নিশ্চিত হয়ে রেল পুলিশকে অবহিত করেছেন বলেও জানান।

তবে শেষ খবর পাওয়া পর্যন- তার পরিচয় এবং মৃত্যুর কারন জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here