কুড়িয়ে পাওয়া বোমার সিপ্রন্টারের আঘাতে তিন শিশু মারাত্মক আহত হয়েছে। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, ঝিকরগাছার রেলস্টেশন এলাকার শহীদের ছেলে শরীফ (৬), শুভ (৫) এবং একই এলাকার বাদশার ছেলে সোহাগ (৬)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঝিকরগাছা রেলস্টেশন এলাকায় শরীফ, শুভ ও সোহাগ খেলা করতে গেলে কাগজের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণ ঘটে। এসময় বোমার সিপ্রন্টারের আঘাতে গুরুতর আহত হয় শরীফ, শুভ ও সোহাগ। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। তবে, শরীফ ও সোহাগের অবস্থা আশংকাজনক।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসরাম/যশোর