যশোরের ঝিকরগাছার পল্লীতে রবিউল হত্যার কুড়ি দিনের মাথায় হত্যা মামলার প্রধান আসামী বাহিনী প্রধান গফ্ফার (৩৮) রোববার ভোর রাতে খুন হয়েছে । কে বা কারা রাতের আধারে তাকে ঝিকরগাছার কাউরিয়া গ্রামের মাঠের মধ্যে হত্যা করে ফেলে রেখে যায়। নিহত গফ্ফার একই থানার গাবুরাপুর গ্রামের মোতালেব সর্দারের ছেলে ।
ঝিকরগাছা থানার উপ পরিদর্শক ওমর শরীফ জানান, সোমবার সকালে কাউরিয়া গ্রামবাসী স্থানীয় মাঠের একটি পেপে বাগানে লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে তারা খবর দেয়। পুলিশ পরে লাশটি উদ্ধার করে করে থানায় নিয়ে আসে। নিহত বাহিনী প্রধান গফ্ফারের চোখের কোনায় ও ঘাড়ে আঘাতের চি?হ্ন রয়েছে বলে পুলিশ জানায় । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । নিহত গফ্ফার ৮ নভেম্বর অপহরনের পর খুন হওয়া নিশ্চিনত্মপুর গ্রামের বাবর আলির ছেলে রবিউল হত্যা মামলার প্রধান আসামী ও এলাকায় গফ্ফার বাহিনীর প্রধান বলে পুলিশ জানায় । এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে । পুলিশের হাতে কেউ আটক হয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ইয়ানুর রহমান/শার্শা