-ঝর্না চৌধুরী
নিশির অমানিশা কাটে ভোরের আলো আসায়—–
জীবনের অন্ধকার বিলীন হয় ভালো কাজের নেশায়।
দুখের ব্যথা বিলুপ্ত হয় সুখের স্পর্শের ছোঁয়ায়,
হতাশার কালো মেঘ দূর হয়ে যায় আশার স্বপ্ন দেখায়।
বিরহের আগুন নিভে যায় মিলনের বৃষ্টির ফোঁটায়,
ব্যর্থতার স্রোত হারিয়ে যায় সফলতার নদীতে মিশায়।
কষ্টের বরফ গলে শান্তির জলে ভাসে পরম মমতায়,
অভাবের গ্লানি দূর করে দেয় শ্রমের কঠোরতায়।
আনন্দাশ্রুতে হাসে মন অবহেলার পর ভালোবাসায়,
নির্মল আনন্দে ভরে জীবন প্রকৃতির প্রেমের মগ্নতায়।
আকাশের সীমাহীনতা সংকীর্ণ মনকে জড়ায় বিশালতায়,
মানুষের সেবা করে জীবনে পূর্ণতা আসে মহৎ মানবতায়।