সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ডা: মনীষা চক্রবর্ত্তীস্টাফ রিপোর্টার :: আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ডা: মনীষা চক্রবর্ত্তী।

আজ শনিবার সকালে ফকিরবাড়ি রোডস’ বাসদ কার্যালয়ে ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং নির্বাচনের পরিবেশ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সভাপতি ইমরান হাবিব রুমন, জেলা কমিটির সদস্য বদরুদ্দোজা সৈকত, এইচ ইমন, মিঠুন চক্রবর্ত্তী, শহীদুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী বাসদের সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্ত্তী বলেন, বরিশালবাসী শঙ্কিত। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা? নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে ও ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা? এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছি। আমার ভোট আমি দেবো, দেখে শুনে যোগ্য প্রার্থীকে দেবো- এটা কি করতে পারব? নাকি খুলনা-গাজীপুর মার্কা ভোটের মাধ্যমে জনগণের সংবিধান স্বীকৃত ভোটের অধিকারকে প্রহসনে পরিণত করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here