জয়পুরহাটের পাঁচবিবি থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল, ৩ হাজার পিস নেশা জাতীয় লুপেজেসিক ইনজেকশন, ২শ’ গ্রাম হেরোইন ও অন্যান্য ভারতীয় মালামাল সহ একটি কাভার্ট ভ্যান আটক করেছে বিজিবি। এ ঘটনায় ১মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদি হাসান জানান- হিলি সীমান্ত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও অন্যান্য ভারতীয় মালামাল সহ একটি কাভার্ট ভ্যান ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলার পাঁচবিবিতে ওই কাভার্ট ভ্যানটি আটক করে তল্লাশী চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতনাতে রিয়াজ উদ্দীন নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত রিয়াজ উদ্দীন দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাটাদী গ্রামে। আটককৃত মালামালের মুল্য প্রায় অর্ধ কোটি টাকা। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট