প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুরহাটে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কেন্দ্র উদ্বোধন করলেন। তিনি সকালে ১১ টায় জয়পুরহাট পৌঁছান।
জয়পুরহাট চিফ জুডিশিয়াল আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।
দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৩টায় জয়পুরহাট সার্কিট হাউজ ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক