জয়পুরহাট : মঙ্গলবার হরতালের দ্বিতীয় দিনে সকালে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান-এমপির নেত্বৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হলে ট্রাফিক মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হরতাল চলাকালে শহরের থানা রোডে একটি মোটর সাইকেল ও দুটি বাই-সাইকেল ভাঙচুর করা হয়।

এ ছাড়া বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে এবং সব ধরনের যান চলাচলে বাধা দেয় হরতাল সমর্থকরা। অন্য দিকে নাশকতা ঠেকাতে শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ।

এসএস মিঠু/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here