র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযান দল শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ লাল বাহিনীর ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামের আঃ সামাদ ফকিরের পুত্র মাহফুজুর রহমান (২২) এবং একই উপজেলার মাদারপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল হালিম (৪০), আতাউর রহমানের পুত্র খোরশেদ আলম (৩৫), এবং মৃত আবু তালেবের পুত্র এরশাদুল ইসলাম (৩৫)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এজাজ আহমেদ জানায়, শনিবার গভীর রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকজন ব্যক্তি অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান দল ভোর রাতে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া করে দেশীয় অস্ত্র সহ ৪ ওই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে র‌্যাব সদস্যরা ২ টি বড় হাসুয়া, ২ টি লোহার তৈরী ভোজালী, ১ টি ধারালো ছোঁড়া, ২ টি  চাপাতি এবং ১ টি টর্চ লাইট উদ্ধার করে। এ সময় অজ্ঞাতনামা আরও ৪/৫ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, তারা জয়পুরহাটের কালাই উপজেলার কথিত লাল বাহিনীর সদস্য। গ্রেফতারকৃতরা লাল বাহিনীর সদস্য পরিচয়ে দীর্ঘদিন থেকে কালাই এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি এবং ডাকাতি করে আসছিল বলেও র‌্যাব জানায়। গ্রেফতারকৃতদের বিরদ্ধে কালাই থানায় অস্ত্র ও ডাকাতি আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ইউনাইটেডননিউজ ২৪ ডট কম/এস এস শফিকুল/জয়পুরহাট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here