এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট

সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারনা করার দায়ে জয়পুরহাটে বুধবার রাতে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে জয়পুরহাট সদর থানা পুলিশ। সে শহরের খঞ্জনপুর এলাকার আব্বাস আলীর পুত্র আব্দুল জলিল রানা (৩৮)। তার বিরুদ্ধে যায়যায়দিনের জয়পুরহাট প্রতিনিধি মাসুদ রানা বাদী হয়ে থানায় প্রতারনা মামলা দায়ের করেছে। মামলা নম্বর-২৫।

মামলাসুত্রে জানাগেছে, আসামী আব্দুল জলিল রানা মাছরাঙ্গা টেলিভিশনে রানা পরিচয় দিয়ে এক সিনিয়র সাংবাদিককে উপঢৌকন দিয়ে ভুয়া জেলা প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন লোকের কাছে চাঁদাবাজি করে আসছিল। প্রকৃত জেলা প্রতিনিধি হিসাবে কাজ করার অনুমতিপ্রাপ্ত মাসুদ রানার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার অভিযোগে মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শহরের রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, আটক জলিল রানার বিরুদ্ধে ইতিপুর্বে ও অভিযোগ পেয়েছি তবে এবার এক সাংবাদিকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস’া নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here