জয়পুরহাট শহরের আনন্দ মার্কেটের জুতার দোকান থেকে মঙ্গলবার বিকেলে বিদেশী রিভলবার ও ৬রাউন্ড গুলিসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশসুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আনন্দ মার্কেটের ফরিদ সু ষ্টোরের গুদাম থেকে মোবাইল ফোনের প্যাকেটে ভরা বিদেশী পয়েন্ট ২২ বোরের ৬ রাউন্ড গুলি ভর্তি রিভলভার উদ্ধার করে। এসময় পুলিশ অস্ত্র সরবরাহ ও মজুদ রাখার দায়ে শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোলস্নার ছেলে ইব্রাহিম মোল্লা(৩২), সদর উপজেলার ভাদসার ফরিদপুর গ্রামের আঃ কুদ্দুসের পুত্র আনন্দ মার্কেটের ফরিদ সু ষ্টোরের মালিক ফরিদ হোসেন(৩৫) ও তার কর্মচারী শহরের নিশির মোড় এলাকার ইসমাইল হোসেনের পুত্র রকি (২০) কে আটক করেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ আবু হেনা মোস্তাফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, আটক ব্যক্তিরা অস্ত্র ব্যবসার সাথে জড়িত। মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট