জয়পুরহাটে নিপা ভাইরাসে আরও এক শিশু আক্রান্ত  হয়েছে।  শুত্রবার রাতে প্রচন্ড জ্বর খিচুনী নিয়ে আক্রান্ত হয়ে তৌহিদুল ইসলাম (৭) জয়পরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হলে তার অবস্থা আশঙকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তৌহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

জয়পুরহাট জেলার সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক জানান আক্রান্ত তৌহিদুল ইসলামও নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে এমন সন্দেহে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ শিশু তৌহিদুলের মামা বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে বেলাল হোসেন জানান গত কয়েকদিন থেকে তার ভাগনে তৌহিদুলের সামান্য করে জ্বর হচ্ছিল।  শুক্রবার সন্ধ্যার দিকে প্রচন্ড জ্বর ও শরীরে খিচুনী  দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

শুক্রবার রাত ৮টায় সঙ্গে সঙ্গে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা নিপা ভাইরাস সন্দেহে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বেলাল হোসেন আরও জানান তার ভাগনে তৌহিদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে। উলেখ্য জয়পুরহাটে নিপা ভাইরাসে (মস্তিস্কে প্রদাহ) ইনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার জয়পুরহাট শহরের সরদার পাড়ার আলম মন্ডলের ৭বছরের শিশু পুত্র অনিক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মারা যায়। একই পরিবারের জাহাঙ্গীর আলমের ৭বছরের শিশু কন্যা  মরিয়ম একই রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ২ শিশু ৪/৫দিন পূর্বে খেজুরের রস পান করেছিল। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শফিউল আযম জানান  শুক্রবার রাতে ইনকেফেলাইটিস রোগে আক্রন্ত তৌহিদুল ইসলাম নামের এক শিশুকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন তৌহিদুল নিপা ভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষা না করে বলা সম্ভব নয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here