এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট

তীব্র শীত ও ঠান্ডা জনীত রোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার মহাজের কলোনীপাড়ার দরিদ্র নাইটগার্ড সূরুজ মন্ডলের নাতনী ড্রাইভার পূত্র ভুট্টু মিয়ার ৪দিন বয়সের সদ্য প্রসূত শিশু কন্যা অকাল মৃত্যু বরণ করে। অপরদিকে একই দিনে উপজেলার হরেন্দা গ্রামের মৃত রহিমুদ্দিনের পুত্র সালামত মন্ডল (৬০) মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য,প্রতিদিন জেলার বিভিন্ন স’ানে তীব্র শীতে ঠান্ডা জনীত রোগে আক্রান্ত হলেও এখনো পর্যন্ত সরকারী ও বেসরকারীভাবে দরিদ্র পীড়িত শীতার্থ অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা লক্ষ্য করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here