এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে দূর্বৃত্ত কর্তৃক আওলাই ইউপি চেয়ারম্যানকে রাস্তায় আটকিয়ে খুন করার ভূয়া সংবাদ পেয়ে হার্ট এ্যটাকে মারা গেলো বড় ভাই বোরহান চৌধুরী।
পাঁচবিবি থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আগামী ২২জানুয়ারী জয়পুরহাটে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার শুভাগমন উপলক্ষে শনিবার জয়পুরহাট জেলা প্রশাসনের প্রস্তুতি মিটিং শেষে রাত ৮টার দিকে পাঁচবিবি উপজেলার নব নির্বাচিত আওলাই ইউপি চেয়ারম্যান মো.একরামূল হক তৌহিদ মটরসাইকেলযোগে চালক জায়েদকে সংঙ্গে নিয়ে জয়পুরহাট থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে পথে পাঁচবিবি টু কামদিয়া সড়কের (বাঙ্গালপাড়া) আমলাঘাট ব্রীজ এলাকায় ওঁৎ পেতে থাকা একদল দূর্বত্ত সড়কে গাছ কেটে ফেলে পথরোধ করে তার মটরসাইকেলটি আটকায়।
এ সময় মটরসাইকেল চালক জায়েদ দৌঁড়ে পালিয়ে গিয়ে ডাকাত-চেয়ারম্যানকে ধরেছে-বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার শুরু করলে এলাকার জনগণ ঘটনাস’লে ছুটে আসার সময় দূর্বত্তরা চেয়ারম্যানকে চর-থাপ্পর মেরে অস্ত্রের মুখে তার মটরসাইকেলটি ছিনতাই করে পালার সময় জনগণের ধাওয়া খেয়ে মটরসাইকেলটি ফেলে দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে ডাকাতরা রাস্তায়-চেয়ারম্যানকে আটকে হত্যা করেছে। এই ভূয়া সংবাদ পেয়ে কামদিয়া বাজারের আঁড়তে থাকা চেয়ারম্যানের বড় ভাই উপজেলার ধলটিকর গ্রামের মৃত গোলাম ছামদানীর পুত্র জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক সাব -ইঞ্চিনিয়ার ২সন্তানের জনক মো. বোরহান চৌধুরী (৫৫)হার্ট এ্যটাকে মৃত্যু বরন করেন। এ ঘটনায় গ্রামে ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
রাত ৯টায় এ সংবাদ পেয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচাজর্ আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস’ল পরিদর্শণ করেন।