ডেস্ক রিপোর্ট::  বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের এক ছবিতে মন্তব্য করে বেশ বিপাকেই পড়লেন সংগীত তারকা মিকা সিং। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন জ্যাকলিন। সেই ছবিতে নায়িকার প্রশংসা করতে গিয়ে তার কথিত প্রেমিক সুকেশের প্রসঙ্গ টেনে আনেন মিকা। যেখানে নাম উল্লেখ করেই সরাসরি সুকেশকে হেয় করেন তিনি।

ছবিতে হলিউড অভিনেতা জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে দেখা যাচ্ছিল জ্যাকলিনকে। সেখানেই মিকা লেখেন, ‘তোমাকে দারুণ দেখাচ্ছে, উনি সুকেশের থেকে অনেক ভাল।’ যদিও এই মন্তব্য পরবর্তীতে ডিলিট করে দেন। কিন্তু তাতে রক্ষা হয়নি।

মন্তব্যটি সুকেশের নজরে পড়েছে। জেলে বসেই মিকার নামে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সুকেশের মানহানি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

আইনি নোটিশে সুকেশ লিখেছেন, ‘মিকা, আমি আপনার মন্তব্যের বিষয়ে অবগত। ভবিষ্যতে যদি আমার ব্যক্তিগত জীবনে অনধিকারচর্চা করার চেষ্টা করেন তার পরিণতি ভালো হবে না।’

পাশাপাশি মিকাকে সর্বশান্ত করার হুমকিও দেন সুকেশ। গায়কের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সুকেশ জানেন, যা জনসম্মুখে নিয়ে আসার হুমকিও দেন তিনি।

নোটিসে আরও বলা হয়েছে, বলিউড এবং সবখানেই ভাল ভাবমূর্তি রয়েছে সুকেশের। তার ব্যক্তিগত জীবন ও কাজ কনিয়ে কোনও মন্তব্য করার অধিকার নেই কারো।

প্রসঙ্গত, কিছুদিন আগে কারাগার থেকে জ্যাকলিনের জন্য ভালোবাসার বার্তা জানিয়েছেন সুকেশ। জানিয়েছেন ‘সর্বস্ব দিয়ে’ জ্যাকলিনকে ভালোবাসেন তিনি। যদিও তার আগে ইডির জিজ্ঞাসাবাদে জ্যাকলিন বলেছিলেন, সুকেশ তার জীবন নষ্ট করেছেন, আবেগ নিয়ে খেলেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here