কুলাউড়া উপজেলার মনরাজ গ্রামের প্রবাসী নুর মিয়ার স্ত্রী দু’সন্তানের জননী জোসনা বেগম (২৫) হত্যা মামলায় পুলিশ শাশুড়ী-ননদসহ ৩জনকে সোমবার মৌলভীবাজার কোর্ট থেকে ২দিনের রিমান্ডে এনেছে।
উক্ত ঘটনায় নিহত জোসনা’র ভাই বুরহান উদ্দিন বাদী হয়ে শশুরবাড়ীর লোকজনের নির্যাতনে তার বোনের মৃত্যু হয়েছে বলে দেবর, শাশুড়ী, ননদ সহ ৪জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দেবর ছাড়া অপর ৩জনকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ কোর্ট তাদের জেল হাজতে প্রেরন করেন ও পরে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ গ্রামের দুবাই প্রবাসী নুর মিয়া ওরফে জীবনের স্ত্রী জোসনা বেগম গত ৫ জানুয়ারী রাতে স্বামীগৃহে মারা গেলে তার মৃত্যু নিহতের ভাইসহ বাপের বাড়ির লোকজনের কাছে সন্দেহজনক হওয়ায় তারা কুলাউড়া থানা পুলিশকে উক্ত ঘটনা অবহিত করলে পুলিশ স্বামীর বাড়ী থেকে নিহত জোসনার লাশ উদ্ধার করে ও লাশের সুরতহালে জোসনার চোখসহ মুখমন্ডলে আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরন করা হয় ও ময়না তদন্ত শেষে পরদিন সকালে জোসনার বাবার বাড়ী ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও দক্ষিন শরীফগঞ্জে তাকে দাফন করা হয়।
এ ব্যাপারে নিহত জোসনার ভাই বুরহান বাদী হয়ে তার নিহত বোনের দেবর আব্দুল আহাদ সাজু, ননদ পাপিয়া আক্তার মনি, শাশুড়ী নেওয়া বেগম ও স্বামীর বড় বোন রাবিয়া বেগম সহ ৪জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তবে দেবর সাজু ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে অদ্যাবধি গ্রেফতার করতে পারেনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার