মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি  :: করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ হওয়ায় বাড়ীতে বেকার বসে থাকা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর, ভাতগ্রাম ও বনগ্রাম ইউনিয়নের ৫টি গ্রামের ২০টি হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছয় কেজি চাল, ছয় কেজি আলু, দুই কেজি আটা, এক লিটার তেল, দেড় কেজি পেঁয়াজ, দেড় কেজি মসুর ডাল, হাফ কেজি লবণ, একটি কাপড় ধোয়া সাবান ও দুই প্যাকেট স্যালাইন।

এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব ও জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here