রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের জিনিয়াস ক্যাম্পাস স্কুল ও কলেজে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউণ্ডেশনের উদ্যোগে ও ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টারের সহযোগিতায় এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম শ্রেণির ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। জোনার ফাউণ্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ, উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, জিনিয়াস ক্যাম্পাস স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাফুল ইসলাম শোভন ও সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসাইন মিন্টু প্রমুখ।

শেষে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কার ও সনদপত্র দেন অতিথিরা।

এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here