মেসি, নেইমার ও রোনালদোর ফুটবল তারকার বিরুদ্ধে কর ফাঁকি অভিযোগ আগেই জেনেছে বিশ্ববাসী। এবার এই তালিকায় নাম লেখালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ইতিমধ্যে সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ৬ ফেব্রুয়ারি নোটিশ পাঠানো হয় সানিয়াকে। তাকে ১৬ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। ওই দিন তিনি সশরীরে আসতে না পারলেও প্রতিনিধি হিসেবে অন্য কাউকে পাঠাতে পারেন।

১৯৪৪ সালের সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্টে বলা হয়েছে, নিজের আয়ের উপর পরিষেবা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করলে নির্দিষ্ট দফতর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠানো হতে পারে। তখন প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ হাজিরা দিতে হবে অফিসে।

১৬ ফেব্রুয়ারি সানিয়া না গেলে কী হতে পারে, তার উল্লেখ রয়েছে ভারতীয় ফৌজদারি বিধিতেই। বলা হয়েছে, হাজিরা দিতে অরাজি হলে কিংবা সঠিক নথি পেশ না করতে পারলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হতে পারে। তাতে হাজতবাসেরও বিধান রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here