জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও সভা করেছে। কাঞ্চন পৌর যুবদলের উদ্যোগে ঢাকা বাইপাস সড়কের চাঁন টেক্সটাইল মিল এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা ঝাঁড়ু ও জুতা হাতে মিছিল নিয়ে ঢাকা বাইপাস সড়ক ২০ মিনিট অবরোধ করে রাখে। কাঞ্চন পৌর যুবদল নেতা মহিবুর রহমান কমিশনার, কোহিনুর আলম, আমজাদ হোসেন ভুট্টোর নেতৃত্বে বিড়্গোভে শত শত নেতাকর্মী অংশ নেয়।

এদিকে রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রিয় যুবদলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভকারীরা যুবদল নেতা মোশারফ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার মাঝখানে বসে আধা ঘন্টা অবরোধ করে রাখে। তখন সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা গোলাকান্দাইল এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জলিল। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, যুবদল নেতা মাহামুদ উলস্নাহ, আব্দুলস্নাহ আল নোমান, মিলন ভুঁইয়া, চন্দন ফকির, জাহাঙ্গীর, শফিক, দেলোয়ার, ওবায়দুল, বাবুল, জীবন, হজরত আলী, বজলুর রহমান, আলম হোসেন, খলিল প্রমুখ।

আশরাফুল হক রিপন বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলার চারটি উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তাতে উপজেলা যুবদলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ফুসে উঠছে উপজেলা যুবদল। রূপগঞ্জ উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে  বুধবার মোশারফ হোসেন ও শাহ আলম মুকুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here