জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি :: 
যশোর জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কেশবপুরের উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিসুর রহমান। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ সালে যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কেশবপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান।
এই ব্যাপারে শিক্ষা অফিসার আনিসুর রহমান বলেন, যশোর জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসারের স্বীকৃতি নিঃসন্দেহে এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি। এটা আমারকাজের স্পৃহা বহু গুনে বাড়িয়ে দেবে। এই স্বীকৃতি প্রদানের জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, ‘আমার এই কাজের ধারা আগামীতে অব্যাহত রাখতে আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি’’।
এদিকে শিক্ষা অফিসার আনিসুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি নওশাদ আলম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here