খাগড়াছড়ি: মানিকছড়ি উপজেলার রাজপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু গ্রুপ) সদস্য পেশকা চাকমাকে (৩২) গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। পেশকা ওই এলাকার মৃত উটাই চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, পেশকার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডেএফ) ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন জেএসএস সন্তু গ্রুপের সহতথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা। তবে এ ব্যাপারে ইউপিডেএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।