জুয়া খেলতে বাধা দেওয়ায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউপি সদস্য জগন্নাথ দাসকে (৩০) খুন করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতারকৃত শাহীন ও আব্দুস সাত্তার। শাহীন মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও আব্দুস সাত্তার টঙ্গিবাড়ি গ্রামের মৃত চান মিয়ার ছেলে । মামলার তদনত্মকারী কর্মকর্তা মাধবপুর থানা উপ-পরিদর্শক (এসআই) খাইরম্নজ্জামান গ্রেফতারকৃত আসামিদের উদ্ধৃতি দিয়ে জানান, ৯ জানুয়ারি হরিশ্যামা গ্রামে কীর্তন অনুষ্ঠিত হয়। পাশেই জুয়া খেলছিলেন গ্রেফতারকৃত ২ আসামিসহ আরও অনেকে। এসময় ইউপি সদস্য জগন্নাথ দাস তাদের জুয়া খেলতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা শুক্রবার রাতে মাধবপুর থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য জগন্নাথ দাসকে খুন করে।

এ ঘটনায় শনিবার বিকেলে নিহতের ভাই হিমাংসু দাস বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যনত্ম ৬ ব্যক্তিকে আটক করেন। পরে আটকদের মধ্যে শাহীন ও সাত্তারকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here