ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লব ও সাম্প্রতিক বিষয়সমূহ’র উপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির আয়োজনে রোববার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় সংগঠনটির আইপিপি মনজুরুল ইসলাম নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন প্রথম, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মনসুর দ্বিতীয় ও আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন তৃতীয় হয়েছেন। পরে বিজয়ী প্রথম তিন জনকে পুরষ্কার ও সকলকে শান্তনা পুরষ্কার দেওয়া হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘যাদের ত্যাগ ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে ইবির সবুজ চত্বরে এমন আয়োজন করতে পেরেছি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছে, তাদের সেই উত্তরাধিকারী আমরা। তাদের রেখে যাওয়া কাজ ও দেখানো পথ অনুযায়ী আমরা যেন চলতে পারি সে ব্যাপারে আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ থাকবো।
জুলাই বিপ্লবের চেতনা যাতে অব্যাহত থাকে, জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে যেনো বাকি জীবন পরিচালনা করতে পারি। আবার কোন ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর চেপে না বসে সেই দিকে সজাগ থাকতে হবে। সর্বোপরি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যার যার জায়গা থেকে আমরা যথাযথ অবদান রাখার চেষ্টা করবো।’