যশোর প্রতিনিধি ::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, কোন ষড়যন্ত্র যেন সেই ঐক্য বিনষ্ট করতে না পারে। আজ শুক্রবার সাতক্ষীরা যাওয়ার পথে সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া মোড়ে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় তার সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্ম পরিষদের আরেক সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন জুলাই-আগস্টের শহিদরা। এসব শহিদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তৃতায় জামায়াত আমির বলেন, ‘আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে জাত-পাত, দল, ধর্মের ব্যবধান থাকবে না। সব মানুষ এ দেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে তাদের বৈধ অধিকার ভোগ করবে।’
জুলাই-আগস্টের শহিদদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘আমরা শহিদদের পরিবারের কাছে কৃতজ্ঞ।’