নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের জুড়ি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রওনাকুর সালেহীন। চলতি বছরের ২৮ মার্চ তিনি এ ফিল্ম ফেস্টিভ্যালের জুড়ি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা রওনাকুর সালেহীন নানা কাজে নিজেকে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি নিজের চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন প্রজেক্টে ক্রিয়েটিভ ডিরেক্টর, চিত্রগ্রাহক অথবা বিভিন্ন ফিল্ম ওয়ার্কশপের শিক্ষাকতার সাথে জড়িত আছেন। তার মাঝে দেশ এবং দেশের বাহিরের নানা চলচ্চিত্রের উৎসবে পুরষ্কার অর্জন করেছেন।
এ ব্যাপারে রওনাকুর সালেহীন ফোন-আলাপে বলেন, “কোন চলচ্চিত্র উৎসবে জুড়ির সদস্য হওয়া এটা সত্যি খুব আনন্দের এবং চ্যালেঞ্জিং। এটা আমার জীবনের প্রথম কোন উৎসবের জুড়ির সদস্য হওয়া। ইন্ডিয়ায় আমার অনেক প্রিয় মানুষ ও বন্ধু আছেন তাদের মাঝে একজন  বন্ধুসুলভ মানুষ সন্দীপ দা। উনি নিজেও ইন্ডিয়াতে পরিচিত একজন চলচ্চিত্র নির্মাতা। সেই দাদার থ্রোতেই দায়িত্ব পাওয়া। চেষ্টা করবো নিজ দায়িত্বকে সঠিক ব্যবহার করা।”
উল্লেখ্য, ইন্ডিয়ায় চলচ্চিত্র উৎসবগুলোর মাঝে জনপ্রিয় একটা চলচ্চিত্র উৎসব “ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল”। প্রতি মাসে এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here