চুয়াডাঙ্গার জীবননগর বেণীপুর সীমান্ত থেকে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ । এদের মধ্যে বিএসএফের অমানসিক নির্যাতনের শিকার হাবিবুর রহমান ওরফে হারান কৌশলে পালিয়ে এসেছে।
তাকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কয়া গ্রারমের খায়রুল ইসলাম (১৭), সুমন (১৬), লাল্টু (১৫), সাইফুল ইসলাম (১৬), হাবিবুর রহমান ওরফে হারান (১৭) এবং ধান্যখোলা গ্রামের ইছাহক আলী (৩৫)।
সোমবার রাতে উপজেলার বেণীপুর সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ নোনাগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদেরকে সীমান্ত থেকে জোরপূর্বক ধরে ক্যাম্পে নিয়ে অমানসিক নির্যাতন করে।
এদের মধ্যে বিএসএফের নির্যাতনের শিকার হাবিবুর রহমান ওরফে হারান মঙ্গলবার সন্ধ্যায় কৌশলে পালিয়ে আসে। তাকে মুমূর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএফের হাতে আটক বাকি ৫ জনের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে তাদের পরিবারের সদস্যরা অশ্চিয়তায় দিন কাটাচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা