আমি অশ্রু মোছাতে এসেছি!!

-জি এম কামরুল হাসান

(মাননীয় প্রধানমন্ত্রী কে উৎস্বর্গ করে এই কবিতা)

 

আমি হঠাৎ ধূমকেতু হয়ে আসেনি
উল্কার মতো নয় আমার আবির্ভাব
আমি এনেছি সাথে সম্ভাবনা এক,

আমি জেনেছি শান্তির বানী বাংলা মায়ে
অভিনন্দন চির সবুজ ওই আঁচল জু্ড়ে
এ দেশ আমায় রেখেছে তার অন্তরে,

উত্তাল ঢেউয়ের অসান্ত ঝড়ের ছোঁবল
আঘাতের পর আঘাত, সয়েছি ধকল
তবু অন্তরে ছিলো সাহসের প্রবাহ ঢল,

এ জাতির ক্রান্তিকালে থেকছি অবিচল
শত প্রতি বন্ধকতায় হারায়নি পথ
লক্ষ্য ছিলো অটুট প্রত্যয়,ছাড়িনি হাল,

আমি রেখেছি আমার দৃঢ়হ প্রতিঙ্গা
কঠোর হতেও হয়নি কখনো পিছপা
আমি বিবর্ণের মাঝে খুঁজেছি সফলতা,

আমি ভেঙ্গেছি অন্যায়ের পাথর প্রাচীর
অনেক হেটেছি এই বাংলার পথ প্রন্তর
দিয়েছি অশ্রু মুছিয়ে কোটি দুঃখী জনতার,

আমি বাতাসের উল্টো চলতে শিখেছি
নদীর স্রোতকে করিনি কখনো ভয়
জীবন রেখেছি বাজি মৃত্যুকে করেছি জয়,

আমি উদভ্রান্তের মতো ছুটেছি, চোখে অশ্রু
বিশ্বের এক প্রান্ত হতে অন্য, কস্টে ভরা বক্ষ
দু’একজন ছাড়া সবাই ভয়ে দ্বার করেছে বন্ধ,

আমি লাশের মিছিলে নিঃশ্বাস নিতে শিখেছি
দাবি আদায়ে করেছি কঠিন কঠোর প্রতিবাদ
ভেঙ্গেছি সব দূরবৃত্তের ছিল যতকালো হাত,

মঙ্গার দেশে ফসলের ঘ্রান ভাঁসে বাতাসে
দেখি উন্নয়নের জোঁছনার আলো আকাশে
সুখের আবেশ সব জনতার নিশ্বাঃসে,

আমি ফুলের পাঁপড়ীতে রেখেছি মমতা
সব মানুষের অধিকারে এনেছি সমতা
উপহার দিয়েছি দুঃখ ভোলার ক্ষমতা

নারীর অধিকার ঘরে ঘরে কেউ নয় বঁন্চিত
নারীরাও মানুষ একথা আজ প্রমানিত
দেখ ওরাই দিচ্ছে আজ জাতীর নেতৃত্ব

মৃত্যুকে করিনা ভয় ফিরেছি ওখান থেকে
সব ষড়যন্ত্র রুখে দেব আমি এই বাংলাতে
বিচারের বাণী আর কাঁদবে আড়ালে লুকিয়ে,

আমি কাঁদাতে আসিনি, আসিনি কস্ট দিতে
এ জাতিকে সুখের আলো দিব, দারিদ্রতা দূরে ঠেলে
আমি অশ্রু মোছাতে এসেছি, নিজের অশ্রু দিয়ে।।

 

 

২৩/১০/২০১৮

E-mail : gmkhasan@gmail.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here