বহুজাতিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ জাহান গ্রুপ লিমিটেডের সঙ্গে চুয়াডাঙ্গা   ডিলিংস মটরস’র অঙ্গ প্রতিষ্ঠান ডিলিংস এক্সপ্রেস সার্ভিসের দ্বিবার্ষিক ব্যাবসায়িক পার্টনার্শিপ চুক্তি স্বাক্ষরীত হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা’র বিজয় নগরস্থ ৪০ আলী’স সেন্টারের সপ্তম তলায় অবস্থিত জাহান গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি হয়।

জাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কমিটমেন্ট কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক মশিউর রহমান খান। অন্যদিকে, ডিলিংস মটরস’র অঙ্গ প্রতিষ্ঠান ডিলিংস এক্সপ্রেস সার্ভিসের পক্ষে স্বাক্ষর করেন এম এ মামুন।

চুক্তি সম্পাদনকালে উপস্থিত ছিলেন কমিটমেন্ট কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেডে’র ডিরেক্টর সাইদুর রহমান সাইফ ও কমিটমেন্ট কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেডে’র নেটওর্য়াক ডেভেলপমেন্ট ম্যানেজার মাহফুজ আলম ও জাহান গ্রুপের কর্মকর্তাগণ।

চুক্তি স্বাক্ষর  শেষে জাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক মশিউর রহমান খান বলেন, ‘ডিলিংস এক্সপ্রেস সার্ভিস’র স্বত্তাধিকারী এম এ মামুন’র সঙ্গে জাহান গ্রুপের ব্যাবসায়িক সকল সুযোগ সুবিধা দিয়ে উভয়ের ব্যাবসায়িক উন্নয়নে একে অপরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কমিটমেন্ট কুরিয়ার হবে দেশের সব থেকে নিরাপদ ও সর্বোত্তম নিশ্চয়তার একটি প্রতিষ্ঠান।’

তিনি জানান, ডিলিংস মটরস ও ডিলিংস এক্সপ্রেস সার্ভিস জাহান গ্রুপের অন্যান্য ব্যাবসার সঙ্গেও যুক্ত হতে পারেন। এ সময় জাহান গ্রুপের সঙ্গে দীর্ঘদিন মর্যাদার সঙ্গে ব্যাবসা করার অঙ্গিকার করেন ডিলিংস এক্সপ্রেস সার্ভিস’র স্বত্তাধিকারী এম এ মামুন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here