ডেস্ক রিপোর্ট::  লম্বা বিরতির পর আবারও মাঠে ফিরেছেন জারভো। পরনে সেই ভারতের ৬৯ নম্বর জার্সি। এর আগেও তাকে দেখা গিয়েছিল। ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজের টানা তিন ম্যাচে মাঠে ঢুকে পড়েছিলেন জারভো। এর ফলে গ্রেফতারও হয়েছিলেন তিনি। তবে তাতে কি থামানো যায় জারভোকে? বিশ্বকাপের মাঠেও ঢুকে পড়েছেন এই ক্রিকেটভক্ত।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে রবিবার চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে ঢুকে পড়েন ‘জারভো ৬৯’ নামে পরিচিত ড্যানিয়েল জার্ভিস। টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ভারতীয় ব্যাটার ভিরাট কোহলি তাকে বোঝানোর চেষ্টা করছেন। এসময় কোহলিকে বেশ রাগান্বিত অবস্থাতেই দেখা গিয়েছিল। তবে স্বস্তির বিষয়, এই বিশ্বকাপে অন্তত এই সমর্থককে আর মাঠে দেখতে হচ্ছেনা।

জানা গেছে, জারভোকে গতকাল স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এবার তাকে নিষেধাজ্ঞাও দিয়েছে আইসিসি। এর মানে, বিশ্বকাপ চলাকালীন আর কোনো ম্যাচে তিনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

অবশ্য জারভো নামের এই ক্রিকেট ভক্তের মাঠে ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম না। এর আগে ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফর চলাকালে পরপর তিন টেস্টে মাঠে প্রবেশ করেছিলেন তিনি। জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক হলেও তিনি ভারতের ক্রিকেটের ভক্ত।

প্রথমবার তাকে দেখা গিয়েছিল লর্ডস টেস্টে। ভারতের জার্সি পড়ে হঠাৎই মাঠে নেমে পড়েছিলেন তিনি, শুধু তাই নয় মাঠের মধ্যে এসে নিজেকে রীতিমতো ভারতের খেলোয়াড় বলে দাবি করতে থাকেন। এরপর লিডসে রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় অন্য প্রান্ত দিয়ে হেলমেট, প্যাড লাগিয়ে ব্যাট নিয়ে ঢুকে পড়েছিলেন মাঠে। লর্ডস, লিডসের পর ওভালেও মাঠে ঢুকেন তিনি। টানা তিন বার একই ঘটনা ঘটায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, তার আসল নাম ড্যানিয়েল জার্ভিস। তিনি এক ইংরেজ ক্রিকেট অনুরাগী এবং ভারতীয় দলের সমর্থক। পাশাপাশি টুইটার অ্যাকাউন্টে তার দাবি, পেশায় তিনি কৌতুকাভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং ইউটিউবার।

ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাতেও ছিল তার উপস্থিতি। গত বছর কার্ডিফে ওয়েলস–নিউজিল্যান্ড রাগবি ম্যাচের আগমুহূর্তে বাগড়া দেন জার্ভো। এরপর আয়ারল্যান্ড–জাপান রাগবি ম্যাচে জাতীয় সংগীতের সময় বুকে হাত রেখে জাপানি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে যান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here