মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা মানিকগঞ্জ জেলা কারগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে একই দিন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান বাসচালক জামিরকে জামিনের আবেদন মঞ্জুর করেন।

সকালে জামিরকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে তার হয়ে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মাধব কুমার সাহা। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম এ আবেদনের বিরোধিতা করেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে বাসচালক জামিরের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের সঙ্গে সংঘর্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসটি চুরমার হয়ে যায়।

এতে খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীর নিহত হন।

এ ঘটনায় আরো তিন জিন নিহত এবং আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি।

দুর্ঘটনার দুই দিন পর ১৫ অগাস্ট রাতে মেহেরপুরের গাংনী থেকে জামির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য মাইক্রোবাস চালকের দোষেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে আসছেন জামির।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here