পাবনার ৪ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, অপ্রীতিকর ঘটনার মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন, এমন অভিযোগে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন- জেলার পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর ও সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী খান জোবায়ের (৫০), পাবনা সদর উপজেলা জায়াতের সাবেক সভাপতি সাইফুল্লাহ (৩৭), সাঁথিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (২৪), শিবির কর্মী আরিফুল ইসলাম (২০), বাবু সরদার (২০), হাবিবুল্লাহ (২০), রুহুল আমীন (২০), রেজাউল করিম (১৯) ও মাহমুদুল ইসলাম (২২)।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা