শনিবার রাতে  বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র জোয়ানরা জামালপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলের বোতল আটক করেছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজ হোসেন (৫০) নামে এক চোরাচালানীকে গ্রেফতার করা হয়েছে।

৬ বিজিবি’র কর্মকর্তা মেজর নাহিদুজ্জামান সাংবাদিকদের জানান, শনিবার গভীর রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া, উত্তর আলগারচর ও মাজারটিলা, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরগয়টাপাড়া, ঝাউবাড়ী, বেহুলারচর, গুচ্ছগ্রাম, চরফুলবাড়ী, মঞ্জুরিচর ও নতুন বাজার এবং

শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৭৩ বোতল ভারতীয় মদ ও ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এবং আব্দুল আজিজ হোসেন নামে এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতর বাড়ীর শেরপুরের শ্রীবর্দী এলাকায়।

বিজিবির মেজর নাহিদুজ্জামান আরও জানান, আটককৃত ভারতীয় মাদকের মূল্য প্রায় ৪ লাখ ২২ হাজার ৬৫০টাকা।

এ ব্যাপারে  থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান,জামালপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here