ছাইদুর রহমান, জামালপুর  

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ হিরোইন ব্যবসার সাথে জড়িত থাকার সন্দেহে কাঁঠালতলী এলাকা থেকে জেসমিন খাতুন ও মাফিয়া আক্তার নামের ২ যুবতিকে আটক করেছে ।

আটক মাফিয়া আক্তার স’ানীয় খাতেমুন মঈন মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ও জেসমিন বেগম নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের চলতি সনের এসএসসি পরীক্ষার্থী।

উভয়ের বাড়ী বকশীগঞ্জের নিলক্ষিয়া ঝালপাড়া গ্রামে। পুলিশ জানায়, জেসমিনের ভগ্নিপতি সওকত আলী একজন আলোচিত মাদক ব্যবসায়ী ও ফেরারী আসামী।

তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।  আটক ২ ছাত্রী মাদক ব্যবসায়ী শওকতের সহযোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here