ছাইদুর রহমান,জামালপুর:

ব্র শীত অব্যাহত থাকায় জামালপুরে শীতজনিত বিভিন্ন রোগে আরো তিন জনের মৃত্যু হয়েছে।
স’ানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার টাকিমারী গ্রামের জয়নাল (৭০) এবং একই উপজেলার খানপাড়া গ্রামের খইমন বেগম(৭৫) মারা গেছে।
এছাড়াও জেলার মেলান্দহ উপজেলার কাজী পাড়া গ্রামের হার”ন-অর রশীদ(৬৫)নামের অপর আরেকজন মারা যান।

এনিয়ে গত এক সপ্তাহে জেলায় শীতজনিত বিভিন্ন রোগে মৃতের সংখ্যা দাড়াঁলো তিন শিশু সহ ১১ জনে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here