বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জোয়ানরা জামালপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ বিজিবি ব্যাটালিয়ানের মেজর নাহিদুজ্জামান জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার যদুরচর, দেওয়ানগঞ্জ উপজেলার নয়ারচর ও পাথরেরচর, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেয়ারচর ও সুতিপাড় এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বাবলাকোনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচশত পাঁচ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এই অভিযান পরিচালনার সময় বিজিবি মদ আমদানির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

উদ্ধারকৃত ভারতীয় মদের দাম ৭লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে বিজিবি’র একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, গরম মসলা উদ্ধারের ঘটনায় সচেতন ও অভিজ্ঞ মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here