< শনিবার সকালে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ বাজার সংলগ্ন একটি বোরো ধান ক্ষেত থেকে ওয়াজ আলী (ঠসা) ৪০ নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে গ্রামবাসী একটি বেরো ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ১০টায় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল আজিজ ইউনাইটেড নিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বাড়ী ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়।
সে দীর্ঘদিন ধরে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা গ্রামে তার শশুরবাড়ীতে বসবাস এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।
পুলিশ তার মৃত্যর রহস্য উদঘাটনের চেষ্টা করছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর।