জামালপুর সদর উপজেলার বিস্তৃর্ণ চরাঞ্চলে আবাদকৃত টমেটো ক্ষেতে মড়ক দেখা দেওয়ায় কৃষকদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
শনিবার সকালে বিক্ষুব্ধ টমেটো চাষিরা ঐতিহ্যবাহী নান্দিনা বাজারের কয়েকটি বীজ ও কীটনাশকের দোকানে তালা লাগিয়ে দিয়েছে।
কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে, চলতি মৌসুমে ব্রহ্মপুত্রের বিস্তৃর্ণ চরাঞ্চল বিশেষ করে ৩নং লক্ষ্মীরচর, ৪নং তুলশীরচর, ৯নং রানাগাছা ও ২নং শরিফপুর ইউনিয়নের একাংশে এবার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। বর্তমানে চরের প্রতিটি টমেটো ক্ষেতে ফল আসতে শুরু করেছে। কিন্তু অজানা ভাইরাসে আক্রানত্ম হয়ে টমেটোর গাছ পচে মরে যাচ্ছে। অনেক ক্ষেতে কুঁকড়া লেগেছে।
কৃষকরা তাদের ক্ষেত থেকে মরা গাছ উঠিয়ে দ্বিতীয় দফায় চারা রোপন করলেও রক্ষে নেই। চাষিরা স্থানীয় বিভিন্ন বীজের দোকান থেকে টমেটোর বীজ কিনেছিলেন এবং দোকানদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ছিটিয়েও কোন লাভ হচ্ছে না।
আজ শনিবার লক্ষীরচর ইউনিয়নের বিক্ষুব্ধ কৃষকরা নান্দিনা বাজারে এসে বীজ ব্যবসায়ী মিজান ও নিজামের দোকানে তালা লাগিয়ে দিয়েছেন।
জামালপুর কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কাশেম জানিয়েছেন, বার বার একই জমিতে টমেটো আবাদ করায় জমিতে মাটিবাহিত কিছু রোগ তৈরী হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দু’এক বছর এসব জমিতে ভিন্ন ফসল আবাদ করলে এমনটি নাও হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর