জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহেদনী (জেএমবি)’র সদস্য সন্দেহে আসাদুল (৩২) নামে এক যুবককে গত রাতে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাগেরহাটা এলাকায় অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আসাদুলের পরিবার লাঠিসোটা নিয়ে পুলিশের উপর চড়াও হয় বলে ডিবি পুলিশ জানিয়েছে।
সে ওই এলাকার জিন্নাত হোসেনের ছেলে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর