জামালপুর : জামালপুর সদর উপজেলার নান্দিনায় খোরশেদা বেগম (২৪) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগে শেরপুর সদর উপজেলার বেতমারী গ্রামের বয়েজ উদ্দিনের মেয়ে খোরশেদা বেগমকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পূর্ববাজারের বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে ভটভটি চালক মিজানুর রহমান মিজানের সথে বিয়ে দেওয়া হয়। দাম্পত্য জীবনে মিনহা নামে তাদের তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
গত কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে বিবাধ চলে আসছিল।
সোমবার রাতে স্বামী মিজানুর রহমান, বড় ভাই রেজাউলসহ শশুর শাশুরি খোরশেদাকে পিটিয়ে আহত করে। রাত সাড়ে ১২ টার দিকে খোরশেদাকে আশঙ্কাজনক অবস্থায় নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী সদর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী মিজানুর রহমান, বড় ভাই রেজাউল, শশুর মোফাজ্জল ও শাশুড়ি রিনা বেগমকে গ্রেফতার করে। এবং নিহত খোরশেদার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছাইদুর রহমান/