ছাইদুর রহমান,জামালপুর
রোববার দুপুরে জামালপুরে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের গণমিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বিএনপি’র ২০ নেতা কর্মী আহত হয়েছে।
রোববারের গণমিছিলকে সাফল্যমন্ডিত করার জন্য শহর ও বিভিন্ন উপজেলা থেকে চারদলীয় জোটের নেতা কর্মীরা বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গনে জমা হতে থাকে।
দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপসি’তি এক সমাবেশ হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা জামায়াতের আমির আ,ফ,ম নুরুল ইসলাম প্রমূখ।
এদিকে, সমাবেশ শেষে নেতা কর্মীরা একটি মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সাথে দলীয় নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের বেধড়ক লাঠিচার্জ, উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনায় ২০জন আহত হন।
সংঘর্ষে জামালপুর সদর থানার (উপ-পরিদর্শক) এসআই মুখলেছুর রহমান, আর্মড পুলিশের (উপ-পরিদর্শক) এসআই আব্দুল আওয়াল, জেলা মহিলা দলের সম্পাদিকা আক্তার জাহান মনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফিরোজ মিয়া, ছাত্রদল কর্মী মাসুদ শফিক, মাসুম, মহিলা দলের কর্মী লাভলী, শ্যামা, সুবর্না, শাহিনা, হাওয়া, রুবি, শিলাসহ ২০ নেতাকর্মী আহত হন।
আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার ইউনাটেড নিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।