ছাইদুর রহমান, জামালপুর
বৃহস্পতিবার দুপুরে জামালপুরে গাজী আহম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা নান্দিনা সরকারী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ২০ অভারের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে
উপসি’ত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা ক্রীড়া সংস’ার সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি।
খেলায় নান্দিনা ডিনামাইট একাদশ ডেংগারগড় ডেকেন চার্জারকে ২৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুপুর দু’টায় খেলা শুরু হলে নান্দিনা ডিনামাইট একাদশ নির্ধারিত ২০ অভারে ১৩৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ডেংগারগড় ডেকেন চার্জারস ৭ ইউকেটে ১০৬ রান করতে সক্ষম হয়।