জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামীলীগ এবং মহাজোট সমর্থিত সংসদ সদস্য সমর্থকদের অভ্যন্তরীন কোন্দলে সংবর্ধনা অনুষ্ঠান পন্ড করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল পোগলদিঘা ইউনিয়নের মালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু যুব কল্যাণ পরিষদের ব্যানারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মালেকের পুত্রকে সংবর্ধনা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের কোন্দল প্রকট হয়ে উঠে।

মালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পোগলদিঘা ইউনিয়নের আ’লীগ নেতা মোখলেছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনন্দ শীপ ইয়ার্ডের পরিচালক, উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যনের পুত্র প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

অনুষ্ঠানের আয়োজক বঙ্গবন্ধু যুব কল্যান পরিষদের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সহ সভাপতি মিজানুর রহমান মির্জাল প্রমুখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন হঠাৎ করে তৎপর হয়ে উঠে। উপজেলা এবং পৌর সভার ৬/৭ টি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের চেকপোষ্ট বসিয়ে অবৈধ যানবাহন আটক করে।

বিশেষ মহলের ইশারায় পরিকল্পিত ভাবে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে হেলাল সমর্থকদের নাজেহাল করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পৌরসভা সংলগ্ন  স্থানে গাড়ী বহরে পুলিশের লাঠিচার্জে ৮জন নেতাকর্মী আহত হয়।

১২ কর্মী আটকসহ বহরের ২৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যানের পুত্র প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ করে বলেন স্থানীয় এমপি’র ইশারায় পুলিশ এবং তার সমর্থকদের দিয়ে অবৈধ গাড়ী আটকের নামে সংবর্ধনা অনুষ্ঠান বাধাগ্রস্থ করার চেষ্টা করা হয়েছে।

তিনি গাড়ী বহরে লাঠিচার্জ, নেতাকর্মীদের গ্রেফতার, এমপি সমর্থকদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

রাতেই মাহবুবুর রহমান হেলালের নেতৃত্বে ১১ টি মটরসাইকেল এবং ১১টি সিএনজি নিয়ে পৌর এলাকা প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম কামরুল আহসান জানান, গাড়ী বহরে  কোন লাঠিচার্জের ঘটনা ঘটেনি।

ইউনাইটেড নি্জি ২ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here