বৃহস্পতিবার ভোরে জামালপুর র্যাব-১২ এর সদস্যরা পৌর শহরের লাঙ্গলজোড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে।
র্যাব-১২এর সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন ইউনাইটেড নিউজ টয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জামালপুর সদর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি খড়ের গাদার নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন কাগজে মোড়ানো ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর