জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে আজীবনের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শরিফ এনামুল কবির ওই ছাত্রদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সিন্ডিকেটের সভায় ওই তিন ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছিল। বহিস্কৃতরা হলো প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র খান মোহাম্মদ রইস, খন্দকার আশিকুল ইসলাম ও দর্শন বিভাগের ছাত্র রাশেদুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র জোবায়েরকে রোববার শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার জোবায়ের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার