জাহিদ সুলতান লিখন, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের আয়োজনে জহির রায়হান মিলনায়তনে সপ্তদশ আন-র্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে।

বৃহ:পতিবার সকাল সাড়ে নয়টায়  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধনকালে বলেন, আর্থ-সামাজিক এবং প্রযুক্তিগত উন্নয়নে গণিত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ড. আজাদ চৌধুরী গণিতকে বিজ্ঞান ও প্রযুক্তির মূল ভাষা হিসেবে অভিহিত করেন। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গণিত চর্চা অত্যাবশকীয়। গণিতবিদগণ তথ্য-প্রযুক্তি, শিল্পায়ন এবং সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

বাংলাদেশ গণিত সোসাইটির সভাপতি অধ্যাপক ড. আবদুস সাত্তার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আনোয়ারুল হক শরীফ। স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের গণিতবিদগণ অংশগ্রহণ করছেন। এরমধ্যে জামার্নি, সুইডেন, ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস-ান, ব্রুনাই, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিগণ রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here