জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মেধা তালিকা থেকে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীর মধ্যে মাইগ্রেশন করতে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের ভর্তির আবেদনপত্র ২১ নভেম্বর থেকে ২২ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে গ্রহণ করা হবে। ২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর মাইগ্রেশন করে ভর্তির জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। তবে আইবিএ জে-ইউ, আইআইটি ও আইন অনুষদে মাইগ্রেশনের কোনো সুযোগ নেই।
অপেক্ষামান তালিকা থেকে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের আবেদনপত্র সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে গ্রহণ করা হবে ২৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত। অপেক্ষামান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৩০ নভেম্বর বেলা ২টার মধ্যে প্রকাশ করা হবে। অপেক্ষামান তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হবে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর।
উল্লেখ্য যে, আইবিএ জে-ইউ, আইআইটি ও আইন অনুষদে পূর্বনির্ধারিত ২৮ নভেম্বর থেকে অপেক্ষামান তালিকা হতে ভর্তি শুরু হবে।
মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা সংক্রান্ত সকল সংবাদ সংশ্লিষ্ট ইউনিট অফিসের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission.php) পাওয়া যাবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদ সুলতান লিখন/জাবি