‘ভর্তি পরী্ক্ষায় আবেদন করার যোগ্যতা অর্জন করলেই পোষ্য কোটায় তাদের ভর্তি করতে হবে’ এই দাবীতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও ডীনের অফিস ভাংচুর করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও অফিসার্স সমিতি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারা বিভিন্ন অনুষদ থেকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে গিয়ে জমায়েত হয়। রেজিস্ট্রার ভবনে আসার সময় তারা সমাজবিজ্ঞান অনুষদের ডীন অফিসে ভাংচুর চালায়। ভর্তি পরীক্ষার বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি আব্বাস তালুকদার বলেন, পরীক্ষার নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হলে আমাদের সন্তানরা ভর্তির সুযোগ পেত। অনুষদের অফিস ভাংচুর সম্পর্কে সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাজেদ আশরাফ করীম ভোরের কাগজকে বলেন, আমি ভিতরে বসে ভর্তিচ্ছুদের অভিভাবকদের সাথে বসে আলাপ করছি এমন সময় তারা এসে দরজায় ধাক্কা-ধাক্কি শুরু করেছে। শেষ পর্যন্ত দরজা না খোলায় তারা বাহিরের ন্যামপ্লেটটা নিয়ে গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব। ভাংচুরের বিষয়ে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অবস্থান কর্মসূচীতে আগামী রবিবার সুপারিতলায় আবার অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছেন তারা।
ইউউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদ সুলতান লিখন/জাবি